২শ টন অক্সিজেন নিয়ে বাংলাদেশের পথে ভারতের অক্সিজেন এক্সপ্রেস

আজাদী অনলাইন | শনিবার , ২৪ জুলাই, ২০২১ at ৫:৩২ অপরাহ্ণ

ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস ১০টি কনটেইনারে দুইশ’ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন নিয়ে আজ শনিবার (২৪ জুলাই) বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে।

ভারতের তথ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন সেবা শুরুর পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়।

টাটা দক্ষিণ–পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে দুইশ’ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে ১০টি কনটেইনারে দুইশ’ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং সম্পন্ন হয়েছে। এই অক্সিজেন বাংলাদেশে পৌঁছানোর পর চলমান কোভিড-১৯ মোকাবিলায় ভারতের অংশীদারদের সমর্থন করার জন্য দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।

ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সঙ্গে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধকষ্ট করে কারখানায় এসে ফিরে গেলেন তারা
পরবর্তী নিবন্ধএবার সৌদি আরব থেকেও আসছে রোহিঙ্গা!