২য় চাটগাঁইয়া উৎসব ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

| সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ৯:৫০ পূর্বাহ্ণ

আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ ‘বীর চট্টলা ৯৭’ কর্তৃক আয়োজিত চাটগাঁ ভাষাভাষী ও নিবাসী এসএসসি ৯৭ এর বন্ধুদের তত্ত্বাবধানে সারাদিনব্যাপী ২য় চাটগাঁইয়া উৎসব অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে। অনুষ্ঠিতব্য এই উৎসবটিতে সারাদিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক এসএসসি ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি ২০২৪ ইং তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তাারিত ৯৭ ব্যাচের গ্রুপে এবং আয়োজনের আহ্বায়ক নাজিম উদ্দিন রাতুল (০১৮৩৪৭৪৭৯৭৩) ও প্রধান সমন্বয়ক খন্দকার জুয়েল (০১৭১৭১২০৮৩৬) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বতন্ত্র প্রার্থী জাফর, বশর, মিজান ও জাপার নুরুল আমিনের ভোট বর্জন
পরবর্তী নিবন্ধভোট দিয়ে বাড়ি ফেরার পর বৃদ্ধের মৃত্যু