নগরীর মোমিন রোড, রহমতগঞ্জ ও সিরাজউদ্দৌলা রোড এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২টি নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে পাহাড়তলী ডিটি রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এবং নির্মাণ সামগ্রী দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।










