নগরীর ২ নম্বর গেট ও নাসিরাবাদ হাউজিং এলাকায় নানা অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। অভিযানে ২ নম্বর গেট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় মিনাবাজারের পাশে অবস্থিত হালাল শেফ নামে একটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর অবস্থায় কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস সংরক্ষণ এবং ক্ষতিকর কেমিক্যাল রং মেশানো মরিচ ব্যবহার করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় ফয়সাল মেডিকো নামে এক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দেড় হাজার টাকা এবং হীরা ফার্মা নামে আরও এক প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাসিরাবাদ হাউজিং এলাকায় সেভেন ডেইজ রেস্তোরাঁর রান্নাঘরে অননুমোদিত কেমিক্যাল রং ব্যবহার, বাসমতী চালের ওপর বিড়াল ও ইঁদুরের বিষ্ঠার উপস্থিতি থাকায় প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা এবং শাহ আমীন সুপার শপ মালিককে অননুমোদিত ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।












