১৮ মার্চ পবিত্র শবে বরাত

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

দেশের আকাশে গতকাল বৃহস্পতিবার কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। খবর বাংলানিউজের।
সভায় ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। আগামী ১৪ শাবান ১৪৪৩ হিজরি, ১৮ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনাবিকদের মধ্যে রয়েছেন সন্দ্বীপ ও সীতাকুণ্ডের ৩ জন
পরবর্তী নিবন্ধতৃণমূলের অভাব-অভিযোগ শুনবেন কেন্দ্রীয় নেতারা