১৮ বছরে একবারও নির্বাচন হয়নি

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসিয়েশন প্রতিষ্ঠার দেড় যুগ পর অবশেষে উদ্যোগ

জাহেদুল কবির | বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

দেশের ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে ব্যবসাবাণিজ্যের প্রসার ও সমৃদ্ধির লক্ষ্যে ২০০৭ সালে প্রতিষ্ঠা করা হয় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রতিষ্ঠার দেড় যুগ পার হলেও একবারও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে সংগঠনের সদস্যরা ভোট দিয়ে পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পারেননি। দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে অধিকাংশ সাধারণ ব্যবসায়ী নির্বাচনের দাবি তোলেন। এর পর বর্তমান কার্যকরী কমিটি নির্বাচনের উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা গঠনতন্ত্র মতে যাচাই বাছাই করে সদস্য সংখ্যা সংযোজনবিয়োজন করে আগামী ২০২৫২০২৭ সালের জন্য নির্বাচনের উদ্যোগ নেবেন।

জানা গেছে, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী ত্রিবার্ষিক নির্বাচনের কথা থাকলেও ২০০৯ সাল থেকে মাহাবুবুল আলমছগীর আহমদের নেতৃত্বাধীন কার্যকরী কমিটি দায়িত্বে ছিল। গত বছরের ১৪ আগস্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দায়িত্ব গ্রহণ করেন মাহাবুবুল আলম। এরপর থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাবুবুল আলমছগীর আহমদ কমিটির সিনিয়র সহসভাপতি আবুল বশর চৌধুরী।

গত ২৬ আগস্ট অ্যাসোসিয়েশনের সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচন আয়োজনের লক্ষ্যে এসোসিয়েশনের উপদেষ্টা মো. তৈয়বুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন ও বন্দর বিষয়ক সম্পাদক স ম বখতিয়ারকে সহকারী নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আজাদীকে বলেন, বিভিন্ন সময় নির্বাচনের দাবি তোলার পরেও অজানা কারণে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে আমরা সদস্য হওয়ার পরও ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করতে পারিনি। অথচ প্রতি তিন বছর পরপর ভোটের মাধ্যমে কমিটি নির্বাচিত হওয়ার কথা। শুধুমাত্র নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য গত ১৮ বছরে একবারও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী আজাদীকে বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা নির্বাচনের উদ্যোগ নেবেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার জামাল হোসেন বলেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আগামীকাল (আজ) বিকালে আমাদের প্রথম সভা রয়েছে। আমরা গঠনতন্ত্র মেনে নির্বাচন আয়োজন করব।

উল্লেখ্য, বর্তমানে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল বশর চৌধুরী। সহসভাপতি হিসেবে আছেন মোহাম্মদ আবদুস সালাম ও মো. জাহেদুল হক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ছৈয়দ ছগীর আহমদ। যুগ্ম সাধারণ হিসেবে আছেন এসএম কামাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক আহমদ রশিদ আমু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, অর্থ সম্পাদক নুরুল আলম, আইন বিষয়ক সম্পাদক মোহাং শহীদ উল্লাহ, বন্দর বিষয়ক সম্পাদক স ম বখতিয়ার ও দপ্তর সম্পাদক মনোরঞ্জন সাহা। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ জামাল উল্লাহ, মোহাম্মদ হারুন, আবু তাহের, মো. আলমগীর পারভেজ, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ ইসা চৌধুরী, মোসলেম উদ্দিন, জ্যোতির্ময় চৌধুরী কাজল ও মোশাররফ হোসেন মিন্টু।

পূর্ববর্তী নিবন্ধআমরা সবাই বাংলাদেশি, এটাই পরিচয় : তারেক রহমান
পরবর্তী নিবন্ধখেলার মাঠটি মুক্ত হবে কবে