১৭ বছর পর জাতি ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বিজয় দিবস পালন করবে

কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি সভায় এরশাদ উল্লাহ

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের তিনদিন ব্যাপী আয়োজিত কর্মসূচি সফল করার লক্ষ্যে কোতোয়ালী থানা বিএনপির প্রস্তুতি সভা গতকাল শুক্রবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কোতোয়ালী থানা বিএনপি প্রধান সমন্বয় হারুন জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ ও প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক সেহাবউদ্দিন মুবিন, খোরশেদুল আলম, ইসমাইল বালি, জাকের হোসেন, তৈাহিদুল সালাম নিশাত। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতি দীর্ঘ ১৭ বছর পর এবার ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে মহান বিজয় দিবস পালন করবে। এ সময় দেশকে সংকটমুক্ত করার জন্য নির্বাচনীয় রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বিএনপি একটি আদর্শবাদী রাজনৈতিক দল, এইখানে অনুপ্রবেশ ও অপকর্মের কোন সুযোগ নেই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, শাস্তি ভোগ করতে হবে এই ব্যাপারে কোন ছাড় নেই। তিনি দলকে তৃণমূল থেকে সংগঠিত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান চবি উপাচার্যের
পরবর্তী নিবন্ধরামুতে বন্যহাতির আক্রমণে সমাজ কমিটির সভাপতির মৃত্যু