১৭ দিন পর স্বামী পরিচয় দেওয়া সেই যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে বিবি কুলছুম (৩৭) নামে এক নারীকে হত্যার ঘটনায় ১৭ দিন পর ফরহাদ হোসেন (২৪) নামে স্বামী পরিচয় দেওয়া সেই যুবক গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। গত বুধবার সন্ধ্যায় নগরের খুলশী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানায় সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। জানা গেছে, বিবি কুলছুমের বাড়ি নোয়খালী আর ফরহাদের বাড়ি ভোলার চরফ্যাশন। ফরহাদ পেশায় নির্মাণ শ্রমিক। হোটেল কক্ষে ফরহাদ বিবি কুলছুমকে গলা টিপে হত্যা করে।

সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ আজাদীকে বলেন, চান্দগাঁও থানার বিবি কুলছুম হত্যা মামলার আসামি ফরহাদ হোসেনকে বুধবার সন্ধ্যায় খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাকে ধরার জন্য কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছিল।

চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট একটি হোটেলে স্বামীস্ত্রী পরিচয়ে ফরহাদ ও বিবি কুলছুম একদিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন। পরের দিন চেক আউট না করায় দুপুরে হোটেল কর্মচারী রুমের সামনে গিয়ে দরজা বাইর থেকে হাতল লাগানো অবস্থায় দেখতে পান। দরজা খুলে বিবি কুলছুমকে ওয়াশরুমের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো ও হাতপা বাঁধা মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় বিবি কুলছুমের বাবা ওইদিনই মো. আব্দুল ছত্তর বাদী হয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি জানার পর সিআইডি ছায়াতদন্ত শুরু করে। সিআইডির ক্রাইমসিন টিম ভিকটিম বিবি কুলছুমের পরিচয় শনাক্ত করে।

চান্দগাঁও থানার উপপরিদর্শক মিনাল মজুমদার আজাদীকে বলেন, ভিকটিমের বাবার করা মামলায় আমরা সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করি। এরপর সিআইডির একটি বিশেষ টিম আসামী ফরহাদ হোসেনকে খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধহাজারী গলির দোকানপাট খুলেছে, পরিস্থিতি স্বাভাবিক
পরবর্তী নিবন্ধক্যান্সার রোগীর জন্য চট্টগ্রামে প্রথম চালু হলো অনকো-প্যালিয়েটিভ কেয়ার ইউনিট