চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিব নগর সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ বিশ্ব সভায় স্বীকৃতি অর্জন করেছিল। এই দিনটি আমাদের অহংকারের দিন। এই দিনটিকে যারা স্মরণ করেনা তারা জাতীয় বেঈমান এবং পাকিস্তানি প্রেতাত্মার অনুচর।
তিনি গতকাল সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে সত্যের ভিত্তিতে আদর্শিক জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের আদর্শটাকে সমুন্নত রাখতে হলে আমাদের অস্তিত্বের শিখরগুলো স্মরণ করতে হবে। আমরা চাই আমাদের পরিচয় যেন মুছে না যায়। আলোচনা সভায় চট্টগ্রাম–৮ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, আজ চারিদিকে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র জাতীয় অস্তিত্বকে আঘাত হানার। এই চক্রান্ত চলছে এবং চলবে। আমরা এর বিরুদ্ধে লড়েছি, লড়ছি এবং লড়বই এবং জাতীয় অস্তিত্বকে রক্ষা করবই। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, কাজী আলতাফ হোসেন, মো. ইলিয়াছ, ইউনুছ কোম্পানী, লায়ন আশীষ ভট্টাচার্য্য। সভামঞ্চে উপস্থিত ছিলেন শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, শহিদুল আলম, মহব্বত আলী খান, হাজী রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ, সিদ্দিক আলম, মুমিনুল হক, মোঃ ইয়াকুব, রুহুল আমিন মুন্সী, ফয়জুল্লাহ বাহাদুর, আব্দুল মালেক, ফারুক আহমেদ, লুৎফুল হক খুশী প্রমুখ।