১৬ বছর পর প্যারেড ময়দানে হবে তাফসীরুল কোরআন মাহফিল

প্রস্তুতি কমিটির সভা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

দীর্ঘ ১৬ বছর পর নগরের প্যারেড ময়দানে হবে ‘তাফসীরুল কোরআন মাহফিল’। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৫ দিন ব্যাপী এ তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করবে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। এ উপলক্ষে গত সোমবার চকবাজারে প্রস্তুতি সভা করেছে তাফসীরুল কোরআন মাহফিল২৫ প্রস্তুতি কমিটি। পরিষদের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ তাহের এতে সভাপতিত্ব করেন।

এ সময় অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় তাফসীরুল কোরআন মাহফিল এর উদ্যোগ নেয়া হয়েছে। যা বীর চট্টলার ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। ইসলাম প্রিয় তাওহীদী জনতা দীর্ঘদিন এই আয়োজন হতে বঞ্চিত হয়েছে পতিত স্বৈরাচারীর রোষানলে পড়ে। ২০২৫ এর তাফসীরুল কোরআন মাহফিলে সবকিছু দিয়ে পূর্ণতা দেয়ার চেষ্টা করা হবে। শূন্যতা শহীদ আল্লামা সাঈদী এবং শায়খুল হাদীস মরহুম শামসুদ্দীন (রহ.) এর উপস্থিতি। তিনি সকলকে আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি সর্বাত্মক সহযোগিতার জন্য উদাত্ত আহবান জানান।

সভায় অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোমিনুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, ইসকপ এর সহকারী সম্পাদক খাইরুল বাশার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, ইসকপ সহকারী সেক্রেটারি শফিউল আলম ছুবহানী, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান, ইসকপ সদস্য মাওলানা জায়নুল আবেদীন, পরিষদের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, সমাজসেবা সম্পাদক ডা. মুহাম্মদ ইলিয়াছ, পরিষদ সদস্য ফজলুল কাদের, হাসমত আলী চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ পাটওয়ারী, হিসাব কর্মকর্তা সিরাজুল ইসলাম খান, পরিষদ নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এনামুল হক, সহকারী হিসাব কর্মকর্তা মুহাম্মদ হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু আজ
পরবর্তী নিবন্ধমানুষের ভাগ্যের পরিবর্তনকে সংস্কার মনে করে বিএনপি : তারেক রহমান