১৬ দিন আগে অপহৃত কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার

অপহরণকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও আবাসিক থেকে ১৬ দিন আগে অপহৃত এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। একইসাথে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মমিনুল ইসলাম সোহাগ। তিনি সুনামগঞ্জের ভাতগাঁও এলাকার আব্দুল হামিদের ছেলে। গত শুক্রবার রাত ২টার দিকে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে ভিকটিমকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, কিশোরী অপহরণ সংক্রান্ত একটি মামলা তদন্ত করছি আমরা। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান চালানো হয়। এতে অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত যুবক এবং মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভিকটিমকেও আদালতে হাজির করি। বিচারক তাকে পরিবারের জিম্মায় দিয়েছেন।

থানা পুলিশ জানায়, ৪ ডিসেম্বর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক, ১৪ নম্বর রোডের চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণ করা হয়। আসামি মমিনুল ইসলাম সোহাগ ফুসলিয়ে তাকে অপহরণ করেছিলেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ এর ৭ ধারায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাইয়ে টেম্পো লেগুনা সংঘর্ষ, যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধবাইক থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট, দুই যুবক নিহত