১৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৃথক অভিযান চালিয়ে তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন মাদক কারবারি ও একজন পরোয়ানাভুক্ত আসামি। এ সময় ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকার সোনা মিয়ার বাপের বাড়ির মৃত শামসুল আলমের ছেলে মো. সাবের আহাম্মদ (৫৩) ও সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরি মনার মুরগির ফার্ম এলাকা থেকে রনজিত মাস্টারের বাড়ির মৃত লাল মোহন দের ছেলে মনা দে প্রকাশ কানা মনা (৫৫) কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে পলিথিনে মোড়ানো ১৫০ লিটার মদ উদ্ধার করা হয় ।
অপরদিকে পশ্চিম গোমদন্ডীস্থ জুরার মার বাড়িতে অভিযান চালিযে আব্দুস সাত্তার (৫২) নামের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাত্তার ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাই মদসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে ৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিক মেয়রের কাছে ‘ইয়ুথ ডিমান্ড চার্টার’ হস্তান্তর
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি রোগী ব্যবস্থাপনা প্রশিক্ষণ উদ্বোধন