টস জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাশ বলেছিলেন ‘গুড টস টু উইন’। লিটন দাস এমন কথা বলতেই পারেন। দুবাইয়ে সুপার ফোরে উদ্বোধনী ম্যাচে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক। লংকানরা ম্যাচ হারের পর বলছে, রানের হিসেবে ভুল ভেবেই তাদের সর্বনাশ হয়েছে। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলংকা। শেষ ওভারের নাটকীয়তা না হলে বাংলাদেশ হেসেখেলেই জয় পেয়ে যেতো। নাটকীয়তার পরও ৪ উইকেটে জিতে টাইগাররা। ম্যাচ শেষে শ্রীলংকার অল রাউন্ডার দাসুন শানাকা বলেছেন কী ভুল করেছে তারা। লঙ্কান অলরাউন্ডার বলেন, আসলে কিছুই ভুল হয়নি। ম্যাচটা ভালোই হয়েছে। কিন্তু আমরা ১৫–২০ রান কম করেছি। আর সেটিই রানের হিসেবে আমাদের ভুল। শানাকা বলেন আমরা প্রথমে ভেবেছিলাম ১৬০ রান করতে পারলে তা জয়ের জন্য যথেষ্ট হবে। কিন্তু পরে ব্যাটিং করতে গিয়ে মনে হলো ১৮০ হওয়া উচিত ছিল। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে ইনিংসের শেষ দুই ওভারে বাংলাদেশ ভালো বোলিং করেছে। যার কারণে আমরা ১৬৮তেই আটকে যাই। সে দুই ওভারে যদি আমরা আর কিছু রান তুলতে পারতাম তাহলে রানটা ১৮ তে গিয়ে পৌঁছতো। তখন ম্যাচটা আরো কঠিন হয়ে যেতো বাংলাদেশের জন্য। হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করলেও এখনও ফাইনালে খেলার বিষয়ে আশাবাদী লঙ্কানরা। যদিও গ্রুপ পর্বে তারা ছিল অজেয়। টানা তিন ম্যাচে জিতেই সুপার ফোর পর্বে এসেছিল সানাকার দল। শুধু তাই নয়, সেদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে লংকানরা আফগানিস্তানকে হারাতে পেরেছিল বলেই বাংলাদেশ খেলছে সুপার ফোর পর্বে। কিন্তু প্রতিযোগিতায়তো প্রতিদান দেওয়ার কোন সুযোগ নেই। তাই শ্রীলংকাকে হারানোর কোন বিকল্প ছিলনা বাংলাদেশের। যদিও লংকান অল রাউন্ডার শানাকা বলেন আমাদের হাতে এখনও দুটি ম্যাচ আছে। আর সে ম্যাচ দুটি ভারতের ও পাকিস্তানের বিপক্ষে। দু’দলই কঠিন প্রতিপক্ষ। তবে আমরা যদি সে দুটি ম্যাচে জিততে পারি এবং আমাদের রানরেট ভালো থাকে তাহলে এখনও ফাইনালে উঠার সুযোগ আছে। আমরা ইতিবাচক চিন্তা করছি। তাই আমাদের সামনে এখন কঠিন মিশন। দুই পরাশক্তিকে হারাতে হবে। এখান থেকে ছিটকে যাওয়ার কোন সুযোগ নেই। তাই আমরা সেভাবেই মাঠে নামতে চাই পরের দুই ম্যাচে।