ঝিনাইদহের শৈলকুপার মেসার্স সবুজ ট্রেডার্সের কেনা ৭২৫ ব্যাগে প্রায় ১৫ টন রসুন আত্মসাতের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোর জেলার বড়াইগ্রাম থেকে আসামি শহিদুল ও আতিককে গ্রেপ্তার করা হয়। এছাড়া গাজীপুরের শ্রীপুর থেকে মো. জিন্নাহ (৩৭) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আত্মসাতকৃত ১ টন রসুন, রসুন বিক্রির ৪ লাখ টাকা ও ট্রাক উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জানা গেছে, গত ২৯ অক্টোবর ঝিনাইদহের শৈলকূপা বাজারের মেসার্স সবুজ ট্রেডার্সের মালিক মো. মিরাজ বিশ্বাস এমএস ট্রেডিং নামীয় প্রতিষ্ঠান থেকে চালানমূলে ক্রয়কৃত ৭২৫ ব্যাগভর্তি ১৪ হাজার ৭৮০ কেজি রসুন যার দাম ২৯ লাখ ৫৬ হাজার টাকা, সিলেট কালিঘাট এলাকায় নেওয়ার জন্য মেসার্স আলিফ নিরাপদ ক্যারিয়ারের মালিক হুমায়ুন কবিরকে (৩৭) একটি ট্রাক ভাড়া করার জন্য বলেন। মেসার্স আলিফ নিরাপদ ক্যারিয়ারের মালিক হুমায়ুন কবির কর্তৃক ব্রোকার মো. সেলিমের (৪৭) মাধ্যমে একটি খোলা ট্রাক ভাড়া করেন। ট্রাকে পণ্য লোড করে নির্দিষ্ট গন্তব্যে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে বাহক মো. শহিদুল ইসলাম (৩২) ও মো. আতিক হাসান বাবু (২০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ করে ওইদিন রাত সোয়া এগারোটা থেকে পরদিন রাত সাড়ে আটটার মধ্যবর্তী যে–কোনো সময় ট্রাকে লোডকৃত ৭২৫ ব্যাগ চায়না রসুন নির্ধারিত স্থানে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে মর্মে নগরীর সদরঘাট থানায় এজাহার দায়ের করেন। পরে সদরঘাট থানা পুলিশ বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল ও আতিককে গ্রেপ্তর করে।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্য মতে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা চৌরাস্তা বড় বাজারে অভিযান পরিচালনা করে মেসার্স মারিয়া বাণিজ্যালয়ের মালিক আসামি মো. জিন্নাহকে (৩৭) গ্রেপ্তার করা হয়।