গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির জন্য ৬০ ‘শুভাকাঙ্ক্ষীর’ দেওয়া বিবৃতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, ১৫ আগস্টের ঘাতকদের বিরুদ্ধে তাদের কোনো বিবৃতি ছিল কিনা। গতকাল ঢাকার শ্যামলী সিনেমা হলের সামনে আওয়ামী লীগের এক সমাবেশে ‘ফখরুলের মুক্তির জন্য’ বিএনপি বুদ্ধিজীবীদের মাঠে নামিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বামপন্থি লেখক বদরুদ্দীন উমর, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে ফখরুলের সহপাঠী অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দীন মাহমুদসহ ৬০ ‘শুভাকাঙ্ক্ষী’ বিএনপির মহাসচিবের মুক্তি দাবি করে বিবৃতি দেন।
এ বিষয়ে কাদের বলেন, ফখরুলের মুক্তি চায়। ভালো। ফখরুল তাদের বন্ধু। তাদের শুভাকাঙ্ক্ষী। তিনি অসুস্থ আমরা জানি না। এই বুদ্ধিজীবীরা, এই বিশিষ্টজনেরা, এই বাংলায় যখন ১৫ আগস্টে জাতির পিতার গোটা পরিবার… শেখ হাসিনা, শেখ রেহানা বিদেশে ছিল, তারা রক্ষা করেনি। এই ঘাতকদের বিরুদ্ধে কি আপনারা বিবৃতি দিয়েছিলেন? ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনাদের মুখের ভাষা কোথায় ছিল? কোথায় ছিল প্রতিবাদ আমি জানতে চাই। জাতীয় চার নেতাকে জেলখানায় নৃশংসভাবে হত্যা করা হলো, কোথায় ছিল আপনাদের প্রতিবাদ? খবর বিডিনিউজের।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করে। পরে মধ্যরাতে উত্তরার বাসা থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিলে তাকে কারাগারে পাঠানো হয়।
পরে ১০ ডিসেম্বর গোলাপবাগে বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা ঘোষণা করে দলটি, দেশব্যাপী গণমিছিলের ঘোষণাও আসে সেদিন। ওই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকায় বিএনপির গণমিছিলের দিনই ‘শান্তি সমাবেশের’ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে বিএনপিকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ রুখতে হবে, স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে। হাওয়া ভবনের লুটেরাদের রুখতে হবে। তারা (বিএনপি) বলে রাষ্ট্র মেরামত করবে। বিএনপি এই রাষ্ট্রকে ধ্বংস করেছে। এই রাষ্ট্রের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে তারা। এই রাষ্ট্রে অর্থপাচার করেছে বিএনপি।
বিএনপি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, তারা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না। ধ্বংস করতে পারে।
সারা দেশে আওয়ামী লীগ নেতা–কর্মীরা সতর্ক আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা কোনো ধরনের সহিংসতায় জড়াব না। তবে আঘাত করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।