ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বেশিরভাগ ওয়ার্ডেই জয় পেয়েছেন। খবর বিডিনিউজের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে মমতা বন্দোপাধ্যায়ের দল একাই জিতেছে ১৩৪টিতে। এ বছরের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় হওয়া বিজেপি পেয়েছে মাত্র ৩টি ওয়ার্ড, বামফ্রন্ট ও কংগ্রেস জিতেছে ২টি করে।
যা ভোট পড়েছে তার ৭২ শতাংশই তৃণমূল পেয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার, প্রাপ্ত ভোটে এরপরই অবস্থান বামদের। বিজেপি তৃতীয়।
তৃণমূলের বিজয়ী প্রার্থীদের মধ্যে মমতার ভাইয়ের স্ত্রী কাজরী বন্দোপাধ্যায়ও আছেন বলে জানিয়েছে এনডিটিভি। তিনি জিতেছেন ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ড থেকে বৃহস্পতিবার জয়ী ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলসুপ্রিমো। সেখানেই মেয়র কে হচ্ছেন, তা ঠিক হবে। ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ১১৪টি ওয়ার্ডে, বামফ্রন্ট ১৫, বিজেপি ৭ আর কংগ্রেস ৫টি ওয়ার্ড নিজেদের ঝুলিতে ভরেছিল।