১৪ লাখ টাকার ৭ হাজার ৮শ লিটার সয়াবিন তেল জব্দ

আকমল আলী ঘাটে কোস্ট গার্ডের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাটের সুইচ গেট খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় শুল্ক কর ফাঁকি দিয়ে লাইটার জাহাজ হতে অবৈধ সয়াবিন তেল সংগ্রহের সময় ৭ হাজার ৮ শত লিটার সয়াবিন তেল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে ৫টার আগে হকাররা বসতে পারবেন না : মেয়র