১৪ বছরের খরা কাটিয়ে দেশের ফুটবলের মর্যাদাকর আসর ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে ঐতিহ্যবাহি ঢাকা মোহামেডান। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে শক্তিশালী বসুন্ধরা কিংসকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মোহামেডান। সবশেষ ২০০৯ সালে ফেডারেশন কাপের ফাইনালে উঠেলি মোহামেডান। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে সবশেষ শিরোপাটি জিতেছিল। অন্যদিকে এই প্রথম কোনও লিগ কাপের ফাইনালে না খেলে বিদায় নিল বসুন্ধরা কিংস।
মোহামেডানের জয়ের নায়ক এমানুয়েল সানডে এবং সোলেমান দিয়াবাতে। তাদের গোলে ভর করেই ফাইনালে উঠেছে মোহামেডান। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও সমতায় ফিরেছিল বসুন্ধরা। তবে কাউন্টার অ্যাটাকের কৌশলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে কিংস। তিন মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এমানুয়েল সানডে। থ্রো–ইন থেকে আসা বল ক্লিয়ার করতে হেড করেন সাদউদ্দিন। সেখান থেকে বল পান রজার। তার শট থেকে বল পান এমানুয়েল। যার নিখুঁত শটে এগিয়ে যায় মোহামেডান। তবে এই অর্ধেই সমতায় ফেরে কিংস। ৪৩ মিনিটে রেজা খানজাদের ছোট পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শট নেন দরিয়েলতন। গোলরক্ষক সুজন হোসেন ঝাঁপিয়ে পড়লেও পাননি বলের নাগাল। দ্বিতীয়ার্ধের পর পাল্টা আক্রমণে এগিয়ে যায় মোহামেডান। এমানুয়েলের বাড়িয়ে দেওয়া বলে গোল করেন সুলেমান দিয়াবাতে। ১৪ বছর পর ফাইনালে ওঠার স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।