১৪ অ্যাথলেট নিয়ে শুরু হয়েছে সাফের ক্যাম্প

| বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:৩১ পূর্বাহ্ণ

১৬ বছর পর ফের ট্র্যাকে গড়াচ্ছে সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সবশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। প্রায় দেড় যুগ পর ৩৫ মে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে অনুষ্ঠিত হবে সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই আসরের ৭টি ইভেন্টে ১৪ জন অ্যাথলেট অংশ নেবেন। সে লক্ষ্যে গতকাল থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তাদের প্রশিক্ষণ ক্যাম্প। গত মাসে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিনিয়র অ্যাথলেটিক্স মিট থেকে বাছাই করা হয়েছে এই অ্যাথলেটদের। কোচ কিতাব আলী, ফরিদ খান চৌধুরী, আবদুল্লাহ হেল কাফি ও ফৌজিয়া হুদা জুঁইয়ের নজরে সেরা হয়েছেন এই ১৩ অ্যাথলেট। যারা সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৭টি ইভেন্টে অংশ নেবেন। ইভেন্টগুলো হলো১০০ মিটার স্প্রিন্টে মো. ইসমাইল, রাকিবুল হাসান, জুবায়েল ইসলাম, শিরিন আক্তার, সুমাইয়া আক্তার। পুরুষদের ৪০০ মিটার স্প্রিন্টে জহির রায়হান, হাইজাম্পে মাহফুজুর রহমান ও রিতু আক্তার, লংজাম্পে মাসুদ রানা২ ও সোনিয়া আক্তার, ৪০০ মিটার হার্ডলসে নাজিমুল হোসেন রনি ও মাসুদ রানা, ১১০ মিটার হার্ডলসে তানভির ফয়সাল ও ম্যারাথনে আল আমিন।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব খান ও শামসুল হক স্মৃতি অনূর্ধ্ব ১২ ক্রিকেটে এন্ট্রি আহ্বান
পরবর্তী নিবন্ধসিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের জ্ঞাতার্থে