১৩৯ বছরের মধ্যে সবচেয়ে গরম জুন মাস দেখল যুক্তরাজ্য

| মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৭:১৫ পূর্বাহ্ণ

সেই ১৮৮৪ সালে গরমের রেকর্ড রাখা শুরু হওয়ার পর ১৩৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে গরম জুন মাস দেখল যুক্তরাজ্য। গোটা যুক্তরাজ্যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আইল্যান্ড প্রতিটি স্থানেই জুনে সবচেয়ে বেশি গরমের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খবর বিডিনিউজের।

আবহাওয়াদপ্তরের তথ্যমতে, এবারের জুন মাসের গড় মাসিক তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা ১৯৪০ এবং ১৯৭৬ সালের সর্বোচ্চ গড় তাপমাত্রার রেকর্ড ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। আগের তুলনায় তাপমাত্রা বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ। যুক্তরাজ্যে তাপমাত্রার তথ্য সংগ্রহ করা ৯৭ টি এলাকার ৭২ টিতেই এই তাপমাত্রা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। উপরন্তু জুনের ওই তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফলে গত মাসটিকে ‘সরকারিভাবে যুক্তরাজ্যের জন্য রেকর্ডকৃত সবচেয়ে গরম জুন’ বলে বর্ণনা করেছেন আবহাওয়া অফিসের জলবায়ু বিজ্ঞান বিষয়ক ম্যানেজার মার্ক ম্যাকার্থি।

আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ পল ডেভিস বিবিসিকে বলেছেন, ০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিকে খুব বড় একটু কিছু মনে না হতে পারে। কিন্তু গোটা যুক্তরাজ্য থেকে দিন এবং রাতের গড় তাপমাত্রা নিয়ে জুনের এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তার মতে, একারণেই তাপমাত্রার এই রেকর্ড গুরুত্বপূর্ণ। তাছাড়া, জলবায়ু উষ্ণ হতে থাকার এ সময়ে এর গুরুত্ব আরও বেশি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তনে ছোট হয়েছে মানব মস্তিষ্ক : গবেষণা