চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শীতার্ত ১৩ হাজার পরিবারকে কম্বল প্রদান করা হবে। গতকাল বৃহস্পতিবার জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর ও জেলার শীতার্ত ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে বিতরণের উদ্দেশ্যে জেলা পরিষদের সদস্যদের হাতে কম্বল হস্তান্তর করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম এ কম্বল তাঁদের হাতে তুলে দেন। খবর বাসসের।
কম্বল হস্তান্তরকালে এমএ সালাম বলেন, মানবেতর পরিস্থিতিতে থাকা জনগণ শীতবস্ত্রের অভাবে শীতকালে অনেক কষ্টে থাকেন। সামনে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। দরিদ্র শীতার্ত জনগোষ্ঠী যাতে শীতে কষ্ট না পান সেজন্য সামর্থ্যবান সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা যাতে ঠাণ্ডায় আক্রান্ত না হন সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সচিব মো. দিদারুল আলম, সদস্য কাজী আব্দুল ওহাব, জাফর আহমেদ, আ ম ম দিলসাদ, রেহেনা আকতার, এডভোকেট উম্মে হাবিবা, রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী, দেবব্রত দাশ, দিলোয়ারা ইউসুফসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।