১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন শওকত

আনোয়ারায় প্রতিপক্ষের হামলায় আহত

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারার উপজেলায় বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে প্রতিপক্ষের হামলার শিকার আহত শওকত আলী (৩৫) ১৩দিন চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল বিকাল সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাইয়ের স্ত্রী মিনু আক্তার বাদী হয়ে গত ২২ অক্টোবর

৬জনসহ আরো অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। নিহত শওকত স্থানীয় মৃত আলী আকবরের পুত্র। আনোয়ারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মামলার এজাহার ভুক্ত আসামিরা হলেন, টিপু সুলতান (৩৪), মো. রুবেল প্রকাশ ময়ুরী (২৮), মো. খোরশেদ আলম (২৪), মো. সুমন (২০) মো. সুজন (২৫) ও মো. আরাফাত (২০)। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে গত ১৭অক্টোবর বিকেলে ও রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সিকদার পুকুর পাড় চৌরাস্তার মোড়ে অভিযুক্তরা নিহত ও আহতদের ওপর দুই দফা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে মারাত্মকভাবে জখম করে।

নিহতের বড় ভাই লিয়াকত আলী বলেন, হামলাকারীরা আমার ভাইকে নির্মমভাবে মাথায় আঘাত করে। টানা ১৩ দিন আমার ভাই হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় মারা যায়। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, তৈলারদ্বীপে গত ১৭ অক্টোবর প্রতিপক্ষের হামলার ঘটনায় আহত শওকত হাসপাতালে মারা গেছে। এ ব্যাপারে ইতিমধ্যে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ বেতন দেড় লাখ,সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার প্রস্তাব
পরবর্তী নিবন্ধরেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন