ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রীতিমত স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। লর্ডসে সাসেঙের হয়ে মিডলসেঙের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১৬তম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
লর্ডসে ১২৫ বছরের মধ্যে সাসেঙের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন পূজারা। সর্বশেষ হোম অব ক্রিকেটে এই রেকর্ডটি গড়েছিলেন তারই স্বদেশি শ্রী স্যার রঞ্জিতসিংহে ভিবাজি।