১২নং সরাইপাড়া ওয়ার্ডে আলোচনা সভা

‘৭ মার্চের ভাষণ ছিল মুক্তিযুদ্ধের চূড়ান্ত রণকৌশল’

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৯:২৪ অপরাহ্ণ

নগর যুবলীগ অহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু কোনো রাজনৈতিক বা যুদ্ধের ভাষণ নয়। আমাদের কাছে এই ভাষণ হলো মুক্তিযুদ্ধের চূড়ান্ত রণকৌশল ও দিক-নির্দেশনা। এই ভাষণটিতে নিপীড়িত-নির্যাতিত মানুষের ভাগ্য বদলের কথা বলা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অসহযোগ ও শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলা হয়েছে। একই সঙ্গে অস্ত্রের মোকাবিলায় প্রয়োজনে অস্ত্র ব্যবহারের জন্যেও ঘরে ঘরে প্রস্তুতি ও গণপ্রতিরোধের নির্দেশনাও দেওয়া হয়েছে এই ভাষণে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য উপলক্ষে ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যবস্থাপনায় নগরীর সরাইপাড়া ভেলোয়ার দীঘি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন বাচ্চু উপরোক্ত কথা বলেন।

১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবলীগ নেতা নিজামুল হক নিজামের সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল ইসলালের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পাহাড়তলি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম হোসেন, বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেকান্দর সেকু, ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম মেম্বার, নগর যুবলীগ সদস্য আবু বক্কর চৌধুরী, সাইফুর রহমান রাজু, মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল। আরও উপস্হিত ছিলেন, হোসেন মান্না, হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, নগর যুবলীগ নেতা এড. সৈয়দ রবি, সাইফুল করিম, আরিফ, আজিম, তাজু, সোহেল, মানিক, আশরাফ, রাসেল, সেলিম, রাজু, তারেক, রুবেল, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন বিজয়, ইমতিয়াজ উদ্দিন আকিল, রাকিব, রবি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের ঘরে গুলির ঘটনায় ৯ আসামির রিমান্ড
পরবর্তী নিবন্ধবিএনপি অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বাড়াতে বাতাস দিচ্ছে