সরাইপাড়ায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে মতবিনিময় সভা গত ২ অক্টোবর সরাইপাড়া মাদ্রাসায় এম শওকত আলীর সভাপতিত্বে ও এ বি এম লুৎফুল হক খুশীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ নুরুল আমিন। উপস্থিত ছিলেন আমিনুল হক সওদাগর, রহমত উল্লাহ, আবু সৈয়দ খান, শেখ রাজিব, আলমগীর হাসান, ইসলাম খান, বদরুল হক, রফিক, নোয়াব আলী, শাহজাহান, হাসান, আকবর আলী, সেলিম সওদাগর, রহিম মেম্বার, হাজী রফিক, শহীদুল ইসলাম, মুহাম্মদ রফিক, মুজিবুর রহমান, শাহজাহান সাজু, মু. সাইফুল, জাহাংগীর বেগ, নিজাম, নুরুল আজিম বাবুল, সাইফুল হাবিব, আজাদ, জসিম, মনির, বুলবুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।