১২ ঘণ্টা সাঁতরে তীরে আসলেন মাদাগাস্কারের মন্ত্রী

হেলিকপ্টার দুর্ঘটনা

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

মাদাগাস্কারের একজন মন্ত্রী দেশের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রায় ১২ ঘণ্টা সাঁতার কেটে গতকাল মঙ্গলবার তীরে পৌঁছেছেন। দুর্ঘটনায় মন্ত্রীসহ দু’জন প্রাণে বেঁচে গেছেন। খবর বাংলানিউজের।
পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার দুর্ঘটনায় নিখোঁজ আরো দুই যাত্রীকে উদ্ধার করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। এদিকে বন্দর কর্তৃপক্ষ প্রধান জিয়ান-এডমন্ড রন্দ্রিয়ানান্তেনায়না জানান, মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সার্জ গেলা ও এক পুলিশ সহকর্মী মঙ্গলবার সকালে পৃথকভাবে হামাম্বো শহরের সমুদ্রের পাশের তীরে পৌঁছেন।
তারা প্রাণ বাঁচাতে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসেন বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১০.৯৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিয়ের আসরে বরকে গণধোলাই!