জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ১১৫ বছরের বৃদ্ধকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিলেন বায়েজিদ থানা পুলিশ। পরবর্তীতে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বাকলিয়া থানার ওসি রুহুল আমীনের মাধ্যমে তার কাছে উপহার সামগ্রী পাঠান।
সিএমপির মিডিয়া উইং অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ আজাদীকে জানান, স্ত্রীসহ ছেলে সোহেল এবং মেয়ে রাবেয়ার সঙ্গে নগরীর বাকলিয়া থানাধীন নয়া মসজিদ এলাকাস্থ মনার কলোনীতে বাস করেন ১১৫ বছরের বৃদ্ধ গোলাম রহমান। তিনি মাজার অনুরাগী হওয়ায় প্রায় সময় কাউকে কিছু না বলে মাজারে চলে যেতেন। গত বৃহস্পতিবার একইভাবে পরিবারের কাউকে কিছু না বলে বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনীর মাজারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথে আরেফিন নগর এলাকায় সড়কের পাশে ঘুমিয়ে পড়েন। এলাকার লোকজন তাকে ঐ অবস্থায় দেখে ৯৯৯ এ কল দেয়। পরে বায়েজিদ থানা পুলিশ তাকে উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশের সহায়তায় চাক্তাই নয়া মসজিদ এলাকায় নিজ বাসায় পৌঁছে দেন।
তিনি আরো জানান, বিষয়টি সিএমপি কমিশনার অবহিত হয়ে তার স্বাস্থ্যের খবর ও পাশে থাকার জন্য বাকলিয়া থানার ওসি রুহুল আমীনকে নির্দেশ দেন। ওসি সিএমপি কমিশনারের দেওয়া উপহার সামগ্রী তার বাসায় পৌঁছে দেন।












