১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে রুদ্ধশ্বাস ১৫ মিনিট

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

পল্লী বিদ্যুৎ সমিতিকে না জানিয়ে এবং মেইন লাইন বন্ধ না করে কাজ করতে গিয়ে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে আটকে ১৫ মিনিট ধরে ঝুলে ছিলেন আবুল কাসেম (৩২) নামের এক যুবক। পরে কন্ট্রোল রুমে ফোন দিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ করে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া এলাকায় রুদ্ধশ্বাসের ১৫ মিনিটের এ ঘটনা ঘটে। আহত যুবক আবুল কাসেম পল্লী বিদ্যুতের ঠিকাদার প্রতিষ্ঠান জিয়া এন্টারপ্রাইজের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর দৈনিক আজাদীকে জানান, তারা আধুরপাড়া এলাকার বিদ্যুৎ খুঁটিতে পুরাতন তার পরিবর্তনের কাজ করছিল। আবুল কাসেম বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে কাজ করছিলেন। এসময় ১১ হাজার ভোল্টের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ করতে মেইন লাইনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনে ঝুলে থাকেন তিনি। তবে কোমরে বেল্ট থাকার কারণে তিনি নিচে পড়ে যাননি। পরে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলে তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান জিয়া এন্টারপ্রাইজের কর্মকর্তার সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির রাঙ্গুনিয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) জুয়েল দাশ জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানটি মেইন লাইন বন্ধ করার জন্য গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করেছিল। কিন্তু ঠিকাদার এই সময়ের পরেও কাজ করার বিষয়টি অফিসে জানায়নি। এমনকি মেইন লাইন বন্ধের জন্য কোনো ফোনও দেয়নি। ফলে দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি বলেন, ঘটনা শুনার পর আহত শ্রমিককে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তিনি ডান হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে সে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফ্লাইওভারে পিকআপের পেছনে ধাক্কা, বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল শুরু