রাউজান থানার অস্ত্র ও হত্যা মামলায় ১১ বছর ধরে পলাতক আসামি মোহাম্মদ তৈয়বকে বাকলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০১৬ সালের ১৬ অক্টোবর রাউজানের নোয়াপাড়া এলাকায় মো. হারুন নামের এক ব্যক্তি খুন হয়। এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে রাউজান থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় অভিযুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি তৈয়ব।
তার বিরুদ্ধে রাউজান থানায় অপর একটি অস্ত্র আইনের মামলাও রয়েছে। জানা যায় তৈয়ব বিগত ১১ বছর পালাতক ছিল। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।