১১ বছরেও হয়নি অবৈধ স্থাপনা উচ্ছেদ, কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব

সমুদ্র সৈকত এলাকা

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৩:৫৩ পূর্বাহ্ণ

সমুদ্র সৈকত এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে উচ্চ আদালতের দেয়া নির্দেশ পালিত হয়নি ১১ বছরেও। এই ঘটনায় কক্সবাজারের ডিসিসহ সরকারি উচ্চপদস্থ ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৯ অক্টোবর আদালতে হাজির হতে জেলা প্রশাসক মামুনুর রশিদকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই সমন আদেশ ও রুল জারি করেন। উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় কেন ওই ৫ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে না- তা ব্যাখ্যা দিতে হাইকোর্টের রুলে বলা হয়েছে।
জেলা প্রশাসক মামুনুর রশিদ ছাড়াও অপর ৪ কর্মকর্তা হচ্ছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কক্সবাজারের পৌর মেয়র মো. মজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমেদ ও ডেপুটি টাউন প্ল্যানার তানভীর হাসান রেজাউল।
এইচআরপিবির আইনজীবী মনজিল মুর্শিদ এ সম্পর্কে গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট ২০১১ সালের ৭ জুন কক্সবাজার সমুদ্র সৈকতের ঝিলংজা, সুগন্ধা ও লাবনী এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু তারা হাইকোর্টের রায় সঠিকভাবে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেননি, যা আদালত অবমাননার সমতুল্য।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান হাইকোর্টে বাতিল
পরবর্তী নিবন্ধধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা করে কারাগারে গৃহবধূ