১১ এতিম শিশু পেল তিনমাসের খাদ্যসামগ্রী

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ১১ জন এতিম শিশুকে অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় তিনমাসের খাদ্যসামগ্রী দিয়েছে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। গত ৯ সেপ্টেম্বর নাসিরাবাদ তুলাতলীতে মা ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় এতিম শিশুদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকোআইএমআই হেলথকেয়ার সেন্টারের চেয়ারম্যান ও বিজিএমইএ’র পরিচালক সাইফ উল্লাহ মনসুর। এসময় উপস্থিত ছিলেন আবু হুরায়রা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, আবু হুরায়রা মাদ্রাসার প্রিন্সিপাল মো. ওবায়দুল হক, ইকোআইএমআই হেলথকেয়ার সেন্টারের ম্যানেজার মো. মোশাররফ হোসেন, আলমুসাইদা ফাউন্ডশনের সিই্‌ও মোহাম্মদ আবু হাসান, সেক্রেটারি আবদুল কাদের রুবেল প্রমুখ। সভাপতির বক্তব্যে ইকোআইএমআই হেলথকেয়ার সেন্টারের চেয়ারম্যান সাইফ উল্যাহ মনসুর বলেন, বাবামা বেঁচে না থাকায় এতিমদের দুঃখকষ্টের শেষ থাকে না। তারা এসব সামগ্রী কিনতে পারে না। এতিম শিশুদের দুঃখদুর্দশা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এতে খাদ্যপুষ্টি চাহিদা পূরণের পাশাপশি লেখাপড়ার সুযোগও পাচ্ছে। এতিমদের সহায্যে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তাদের দুঃখদুর্দশা পুরোপুরি লাঘব হবে। তিনি প্রত্যেক বিত্তবানকে ১/২ জন এতিমের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন জেলার এতিম শিশুদের ১৮ বছর বয়স পর্যন্ত পুরো বছরের জন্য ৪ ধাপে (চাল, ডাল,তেল, চিনি, গুড়োদুধ, হরলিকস, নুডলস, বিস্কুট ও কয়েক রকম ফলসহ) প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ১ বার বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ, ২ বার পোশাক, পুরো বছরের স্কুল ফি ও চিকিৎসাসেবা দিয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে পাগলা কুকুরের কামড়ে ৯ গরুসহ আহত ৮