চট্টগ্রাম আদালতের অদূরে মেথরপট্টি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ১১ আসামিকে অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন। ১১ আসামি হলেন প্রেম নন্দন দাশ, রণব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিবকুমার দাশ, ওম দাশ, অজয় দাশ ও দেবী চরণ। তারা মেথরপট্টি এলাকার বাসিন্দা। গত ২৬ জানুয়ারি মেথরপট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এদের প্রত্যেকে আইনজীবী আলিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজাদীকে বলেন, আলিফ হত্যায় গ্রেপ্তার হয়ে উক্ত ১১ আসামি কারাগারে রয়েছেন। আজকে (গতকাল) পুলিশের পক্ষ থেকে একটি ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন। ভাঙচুর ও বিস্ফোরক মামলাটি করেছিলেন আলিফের ভাই।
আদালত সূত্র জানায়, উক্ত ১১ জন ছাড়াও আলিফ হত্যা মামলার প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ঘটনায় মোট সাতটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানায় ৬টি ও আদালতে একটি মামলা দায়ের হয়।
পুলিশ জানায়, কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে পুলিশ বাদী হয়ে ৭৯ জনের নামে তিনটি, আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নামে একটি (হত্যা মামলা) ও তার ভাই বাদী হয়ে ১১৬ জনের নামে একটি ও মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যবসায়ী ২৯ জনের নামে একটি মামলা দায়ের করেন। পরে মো. এনামুল হক নামে একজন বাদী হয়ে ১৬৪ জনের নামে আদালতে আরো একটি মামলা দায়ের করেছেন। আদালত সেটি কোতোয়ালী থানাকে তদন্তের নির্দেশ দেয়।