১০০ ঘণ্টায় শেষ হল হার্ড ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

শেষ হল জনি ডেপ আর অ্যাম্বার হার্ডের মামলার সাক্ষ্যগ্রহণ, মানহানির অভিযোগ দিয়ে শুরু এই শুনানিতে দুই তারকার অতীত দাম্পত্যের তিক্ত অনেকটুকুই প্রকাশিত হয়ে পড়ে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত সপ্তাহ ধরে চলা এই সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। এই শুনানিতে ব্যয় হয়েছে আদালতের ১০০ ঘণ্টার বেশি সময়। শুক্রবার যুক্তিতর্ক শুনানির পর জুরিরা রায় দেওয়া শুরু করতে পারেন বলে সিএনএন জানিয়েছে। খবর বিডিনিজের। শেষ দিনের শুনানিতে আবার কাঠগড়ায় দাঁড়ান ‘অ্যাকুয়াম্যান’ তারকা হার্ড। এ নিয়ে দ্বিতীয়বার কাঠগড়ায় দাঁড়ান তিনি। এর আগে প্রথমবার দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে জনি ডেপের চালানো শারীরিক নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন তিনি। ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ তারকা জনি ডেপ অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম গুজরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধপুত্র সন্তানের মা হলেন মারিয়া নূর