১০ হাজার ডলারের বেশি থাকলে বিক্রির সময় এক মাস

| বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

এক মাস সময় বেঁধে দিয়ে কারও কাছে ১০ হাজারের বেশি ডলার থাকলে তা বিক্রি বা ব্যাংকে জমা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ নির্দেশনা মানতে হবে; এরপর সীমাতিরিক্ত ডলার পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবারের এ নির্দেশনায় বিদেশি মুদ্রা সংরক্ষণের নিয়ম মেনে ডলার বিক্রি বা জমা রাখার বাধ্যতামূলক আইনের বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ধারণ ফরেন এঙচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ এর আওতায় দণ্ডনীয় অপরাধ। খবর বিডিনিউজের।
সমপ্রতি সরবরাহ সঙ্কটে ডলারের দাম অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কারও কাছে মজুদ থাকা প্রধান এ বৈদেশিক মুদ্রা বাজারে আনতে এমন পদক্ষেপের কথা জানাল বাংলাদেশ ব্যাংক। অভিযোগ রয়েছে, ডলার সংকটের সুযোগ নিয়ে ব্যক্তি পর্যায়ে অনেকেই ডলার কিনে মজুদ করেছেন। এতে খোলা বাজারে ডলারের কেনাবেচা কমে গিয়ে ব্যাপক সংকট দেখা দিয়েছে। এদিকে বুধবারও চাহিদা মেটাতে বিভিন্ন ব্যাংকের কাছে ৯৫ টাকা দরে পাঁচ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আর খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১০৯ টাকা ৭৫ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধপুনঃদরপত্রে নতুন ঠিকাদার নিয়োগ
পরবর্তী নিবন্ধনগর ছাত্রদল নেতা তুহিন গ্রেপ্তার