১০ লাখ টাকায় মুক্তিপণ মিলল লামার ২৬ অপহৃত শ্রমিকদের

লামা প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১২:৫১ অপরাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামায় অপহৃত ২৬ শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদের ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আরাফাত রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।

জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, ২৬ শ্রমিককে মুক্তি দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইনানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবান্দরবানে বাসচাপায় স্কুলছাত্র নিহত