১০ লাখ টাকা মুক্তিপণ দাবি প্রাইভেট শিক্ষকের

চকরিয়া থেকে অপহৃত শিশু উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সবুজবাগ আবাসিক এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে অপহরণের পর তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে। প্রাইভেট শিক্ষক মোহাম্মদ মুজিব ওই শিক্ষার্থীকে অপহরণের পরদিন ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারপর বিষয়টি তিনি থানা পুলিশকে জানালে তারা অপহরণ হওয়া শিক্ষার্থীকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

গতকাল বুধবার বিকেলে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উখিয়া শরণার্থী ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

উদ্ধার হওয়া শিশুর নাম শাহারীয়া জান্নাত মীম ()। সে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার সাইফুল ইসলামের কন্যা এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

ভিকটিম শিশুর বাবা সাইফুল ইসলাম বুধবার রাতে চকরিয়া থানায় বলেন, পৌরসভার ভরামুহুরী এলাকায় ভাড়া বাসায় আমার মেয়ে মীমকে প্রাইভেট পড়াতো আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ মুজিব। মঙ্গলবার বিকালে মেয়ে প্রাইভেট পড়তে গেলে আমাদের অগোচরে মুজিব কৌশলে মেয়েকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। বুধবার সকালে অপহরণকারী ওই শিক্ষক মোবাইল ফোনে আমার মেয়েকে জিম্মি করে আমার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি আমি চকরিয়া থানার ওসিকে জানাই। পরে এক পর্যায়ে তার দেওয়া একটি বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠাই। এরপর ওই বিকাশ মোবাইল নাম্বারের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশ বুধবার বিকেলে উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে শিশু মীমকে উদ্ধার করে। তবে ওইসময় অপহরণকারী প্রাইভেট শিক্ষক পালিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার অপহৃত শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১০টার দিকে ভিকটিমকে চকরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় জড়িত অপহরণকারীকে ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে প্রাইভেট শিক্ষক ও তার স্ত্রীকে আসামি করে থানায় একটি মামলা রুজু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইশতেহার ঘোষণা করল ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল
পরবর্তী নিবন্ধদক্ষিণ পাহাড়তলীর ইব্রাহিম মিয়া এস্টেটের সম্পত্তি দখলের চেষ্টা