নগরীর জিইসি মোড় ও টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে ১০ বাসকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। গতকাল বুধবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার ও একিমিত্র চাকমা। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার জানান, কাগজপত্র ঠিক না থাকায় জিইসি মোড় এলাকায় ৫টি বাস থেকে ১৪ হাজার ৫০০ টাকা ও টাইগারপাস এলাকায় ৫টি বাসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।