চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারে পাশের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন পাসের হার ছিল ২০১৮ সালে ৭৫ দশমিক ৫০ শতাংশ। এছাড়া এবার সবচেয়ে কম পাশ করেছে সাধারণ গণিতে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা যায়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৪ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯, ২০২২ সালে ৮৭ দশমিক ৫৩, ২০২১ সালে ৯১ দশমিক ১২, ২০২০ সালে ৮৪ দশমিক ৭৫, ২০১৯ সালে ৭৮ দশমিক ১১, ২০১৭ সালে ৮৩ দশমিক ৯৯ এবং ২০১৬ সালে ৯০ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর সবচেয়ে কম পাস করেছে সাধারণ গণিতে। সব বিভাগের শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক এ বিষয়ে পাস করেছেন শতকরা ৮১ দশমিক ৫৩ জন, যা বিষয়ভিত্তিক পাসের সর্বনিম্ন হার। এরপর রয়েছে ইংরেজিতে ৮৩ দশমিক ২৪ শতাংশ। উচ্চতর গণিতে পাসের হার ৯৭ দশমিক ১১ শতাংশ। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষায় পাসের হার বাংলায় ৯৮ দশমিক ৬২, সাধারণ বিজ্ঞানে ৯২ দশমিক ৭৮, রসায়নে ৯৭ দশমিক ২৯, পদার্থ বিদ্যায় ৯৭ দশমিক ৬১ শতাংশ, জীব বিজ্ঞানে ৯৮ দশমিক ৭৬, হিসাব বিজ্ঞানে ৯৫ দশমিক ৫৬, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৯৬ দশমিক ০২ শতাংশ, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ে ৯৮ দশমিক ৯১ শতাংশ এবং ব্যবসায় উদ্যোগে ৯৯ দশমিক ৯১ শতাংশ।