১০ ট্রাফিক সার্জেন্ট পেলেন ভালো কাজের পুরস্কার

| শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের ১০ ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে সার্জেন্ট মাহতি হাসান প্রথম, সার্জেন্ট ধীমান শীল ২য় ও মাহমুদুল হাসান ৩য় স্থান অর্জন করেছেন।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ট্রাফিক-উত্তর অফিসের কনফারেন্স রুমে মাসিক কার্যক্রম পর্যালোচনা সভায় তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া সভায় জিইসি মোড়ে হাতেনাতে ছিনতাইকারীকে গ্রেপ্তার করার কারণে সাহসিকতার কাজের জন্য টিআই (পাঁচলাইশ) মো. মঞ্জুর হোসেন, এটিএসআই আলমগীর হোসেন ও প্রকাশ দাশকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। একইসঙ্গে ট্রাফিক উত্তর কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান হিসেবে মো. হানিফ ও মো. শাখাওয়াতকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ডিসি (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন উত্তর) ও অন্যান্য টিআইগণ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধনগরকে সবুজায়নের ধারায় রাখতে দেয়া হবে নান্দনিক চট্টগ্রাম মেয়র এ্যাওয়ার্ড
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন