কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে রেলওয়ে এস এ দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল মঙ্গলবার সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় রেলওয়ে ৬ উইকেটে শতদল ক্লাব জুনিয়রকে পরাজিত করে। টসে জিতে রেলওয়ে প্রথমে ব্যাট করতে পাঠায় শতদল জুনিয়রকে।
শতদল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২২ রান করে সংগ্রহ করেন রাশেদুল ইসলাম এবং সাফায়াতুল ইসলাম। ২০ রান করে সংগ্রহ করেন সাজেদুর রহমান, সোহানুর রহমান এবং সিয়াম মিয়া। ১৬ রান করে পান আশিকুর রহমান এবং মো. হাসিব। অতিরিক্ত রান হয় ১১।
রেলওয়ের পক্ষে মোজাহিদুল হক ৪টি উইকেট পান। জবাবে রেলওয়ে ৩৩ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে নেয়। দলীয় ওপেনার সাবি এ নিরব ৭৯ বলে সর্বোচ্চ ৯৪ রান করেন। এছাড়া আরিফ চৌধুরী ১৩,রাহাদুল ইসলাম ২৮ এবং হামজা তামিম অপ. ২৫ রান করেন। অতিরিক্ত রান হয় ১১। শতদল জুনিয়রের আশিকুর রহমান ৩টি উইকেট লাভ করেন।











