কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে নিমতলা লায়ন্স ক্লাব। গতকাল শনিবার মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৪ উইকেটে কর্ণফুলী ক্লাবকে পরাজিত করে। টসে জিতে নিমতলা প্রথমে ব্যাট করতে পাঠায় কর্ণফুলীকে। কর্ণফুলী র্নিধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। জবাবে নিমতলা লায়ন্স ক্লাব ৩১.৩ ওভার ব্যাট করে এবং ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে নেয়। কণূফুলীর পক্ষে সজিব মিয়া ৩৪,মুস্তাফিজুর রহমান ১২,মশিউর রহমান ১৫, মনিরুল ইসলাম ১৬,সোহাগ আলম ১১ মো. তারিক ১৭ অপ. এবং শাহী আদনান অপ. ১৮ রান করেন। অতিরিক্ত রান হয় ১৫। নিমতলার পক্ষে বোলিংয়ে লিফটন সিকদার ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেনমো. ইউনুস এবং রাসুল মো. রাইসু। নিমতলা লায়ন্স ক্লাবের পক্ষে হয়দার আলী আসিফ ১৭,শহিদুল ইসলাম ২২,পারভেজ হাসান ১০,মো. সাদেক ২২,লিফটন সিকদার ১৯ এবং মো. ইউনুস অপ. ৩৬ রান করেন। অতিরিক্ত রান হয় ২২। কর্ণফুলী ক্লাবের পক্ষে সোহাগ আলম ৩টি এবং মো. তারিক ২টি উইকেট পান। আজকের খেলায় অংশ নেবে রেলওয়ে এবং ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব।