মধ্যম হালিশহর ৩৮নং ওয়ার্ডস্থ ১নং সাইট নতুন জামে মসজিদে পবিত্র শবে মেরাজ উপলক্ষে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বাদ এশা ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম, দোয়া, জিকির মাহফিল ও তবারুক বিতরণের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন উক্ত মসজিদের খতিব হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মৌলানা বেলাল উদ্দীন নোমানী।
তিনি বলেন, পবিত্র মেরাজ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত আনন্দ এবং অফুরন্ত ফজিলতের একটি রাত। এই দিন আমাদের জন্য নবী করিম (সা🙂 পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে উপহার সরূপ নিয়ে আসেন। যেই নামাজ মানুষকে পেরেশানি, অপবিত্রতা, পাপ, বিপদ সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করে। এই নামাজই ঈমানের খুঁটি। পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া মুমিন হওয়া যায়না। নামাজ নিজে পড়া এবং সমাজে, পরিবারে নামাজ কায়েম করা প্রত্যেক মুসলমানদের ঈমানি প্রধান দায়িত্ব। পরিশেষে মুসলিম উম্মাহর ও দেশ ও জাতির শান্তি কামনায় মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












