নগরীর শীতার্ত প্রতিবন্ধী ও অনাথদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় এক হাজার প্রতিবন্ধী ও অনাথের মাঝে কম্বল বিতরণ করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। কম্বল বিতরণকালে মেয়র বলেন, শীত মৌসুমে প্রতিবন্ধী ও দুস্থ মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। এ সময়ে সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক দায়িত্ববোধ থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া এবং মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী। শীত মৌসুমজুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মেয়র। প্রেস বিজ্ঞপ্তি।












