১ লাখ ৩৩ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

টেকনাফে র‌্যাবের অভিযান

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩৪ পূর্বাহ্ণ

র‌্যাব ১৫ কক্সবাজারের সদস্যরা টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দুই নারীসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লেজিরপাড়া এলাকার জনৈক মৃত অলি আহমদের বসত ঘরে সোমবার রাতে র‌্যাব সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে রোজিনা আক্তার (৩০) নামের এক নারীকে আটক করা হয়। আটককৃত মহিলার দেহ ও বসতঘর তল্লাশি করে খাটের নিচে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নারী সাবরাং লেজিরপাড়ার মৃত অলি আহমদের মেয়ে ও হাফিজ উল্লাহর স্ত্রী। অপর দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে র‌্যাব১৫ কক্সবাজার সিপিএসসির একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৩ নং ওয়ার্ড উনছিপ্রাং গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. জাহেদ হোসেন (৩৭) ও ৮নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়া পাড়ার আব্দুল আজিজের স্ত্রী এলেম বাহার (৪৫) কে আটক করা হয়। তাদের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৩ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৫৫ হাজার টাকা, ৩টি বাটন মোবাইল ফোন ও ৪টি সীম কার্ড উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএক দফা অধিকার আদায়ে ৫ অক্টোবর রোডমার্চে অংশগ্রহণ করুন
পরবর্তী নিবন্ধ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে খতনা ক্যাম্প