১ প্রতিষ্ঠান সীলগালা ও ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বোয়ালখালীতে অভিযান

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ প্রতিষ্ঠানকে সীলগালা ও ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ম্যাক্স ডেন্টাল কেয়ারে বিএমডিসি নম্বরবহির্ভূত ডাক্তার বসায় সীলগালা করে দেওয়া হয় এবং বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের মাহাদী ওয়াসিকে ২০ হাজার টাকা,দিদার হাড়ভাঙ্গা চিকিৎসালয়ের মো. দিদারকে ১০ হাজার টাকা ও এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের আরমান হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি ও থানার পুলিশ কর্মকর্তা।

সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, বিএমডিসি নম্বরবহির্ভুত ডাক্তার বসায় ম্যাক্স ডেন্টাল কেয়ারকে সীলগালা ও অন্যান্যদের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা, ‘লাঠিচার্জ’
পরবর্তী নিবন্ধনাজিরহাটে মোবাইল কোর্টের অভিযান ৬ ব্যবসায়ীকে জরিমানা