দেশের বৃহত্তম নাট্যোৎসবে মঞ্চস্থ হবে নাটক ‘হ্যামলেট’। কিন্তু নাটকটি মঞ্চস্থ করতে গিয়ে বিপাকে পড়েন মোশাররফ করিম। একের পর এক রহস্যজনক ঘটনার মুখোমুখি হন তিনি। এমন সময় আগমন ঘটে রওনকের। তার আচরণে বিস্মিত হন মোশাররফ। একই সঙ্গে রওনক সম্পর্কে কৌতুহলী হয়ে ওঠেন মোশাররফ করিম। এ কৌতূহল তাকে নিয়ে যায় এক দ্বান্দ্বিক জগতে। যেখানে রওনকের উপস্থিতি তাকে নতুন করে ভাবায়। শুরু হয় মনস্তাত্ত্বিক খেলা। এ খেলার ফলাফল কী? এই প্রশ্নের উত্তর জানতে টেলিফিল্ম ‘হ্যামলেটের ফিরে আসা’ দেখার আহ্বান জানিয়েছেন এর নির্মাতা আশরাফুজ্জামান। রহস্য, কৌতুহল, হাসি-কান্নার অন্যরকম এক ব্যঞ্জনা ফুটে উঠেছে এই টেলিফিল্মে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রওনক হাসান। কার শনিবার রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।