চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে হ্যাট্রিক বিজয় লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা।
তিনি ৫৪ হাজার ৭ শত ৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৮ হাজার ৭০ ভোট।
সন্দ্বীপে মোট ভোটার ২ লক্ষ ৪১ হাজার ৯ শত ১৪ জন। ভোট পড়েছে শতকরা ৩৬ দশমিক ২১ ভাগ। সাংসদ মাহফুজুর রহমান মিতা এবার নিয়ে পরপর তিনবার জয়লাভ করেছেন। অন্যদিকে এটি ডা. জামালের দ্বিতীয় হার। এর আগে তিনি ২০০৮ সালে তৃতীয় হয়েছিলেন।
এছাড়া অন্য ৬ জন প্রার্থীর মধ্যে মশাল প্রতীকের প্রার্থী নুরুল আকতার পেয়েছেন ৫৬৬ ভোট, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির এম. এ ছালাম পেয়েছেন ১৩৫ ভোট, মোমবাতি প্রতীক নিয়ে মুহাম্মদ উল্যাহ খান ২২২ ভোট পেয়েছেন, নুরুল আনোয়ার হিরন একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট, আবদুর রহীম চেয়ার প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট, অধ্যক্ষ মোকতাদের আজাদ খান আম প্রতীক নিয়ে ১৫০ ভোট পেয়েছেন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৫০৫ টি।