আইপিএলের এবারের আসরে প্রথম হ্যাটট্রিক করলেন গুজরাটের আফগান স্পিনার রশিদ খান। এটি টি–টোয়েন্টি ক্রিকেটে তার চতুর্থ হ্যাটট্রিক। অথচ গতকালের ম্যাচে প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেই রশিদ খান কোটার শেষ ওভারে এসে প্রথম তিন বলে তুলে নিলেন ৩ উইকেট। টি–টোয়েন্টি ক্রিকেটে আরেকটি হ্যাটট্রিক করে তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। চলতি আসরেরও প্রথম হ্যাটট্রিক এটি। ২০ ওভারের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে চারটি হ্যাটটিক করলেন রশিদ। রশিদের আগের তিন হ্যাটট্রিকের একটি আফগানিস্তান জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বিগ ব্যাশে আছে একটি করে।
রশিদের চার নম্বর হ্যাটট্রিকের শুরু কলকাতার ইনিংসের ১৭ তম ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেলকে ফিরিয়ে। লেগ স্টাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারেননি ক্যারিবিয়ান তারকা। বল ধরে কট বিহান্ডের আবেদন করেন কিপার। আম্পায়ার সাড়া না দিলে গুজরাট নেয় রিভিউ। রিপ্লেতে দেখা যায়, বল রাসেলের ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে কিপারের গ্লাভসে গিয়েছিল। আউট হয়ে গেলেন রাসেল। পরের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন আরেক ক্যারিবিয়ান সুনিল নারাইন। তৃতীয় বলে শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন রশিদ। ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেট তিনটি নেন তিনি।