নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার ডিসঅ্যাপারিং ম্যাসেজ নিয়ে আসার প্রক্রিয়া শুরু করল হোয়াটসঅ্যাপ। পরবর্তী আপডেটেই এই ফিচারটি হোয়াটসঅ্যাপে পাওয়া যেতে পারে বলে দাবি করেছে ওয়াবেটা ইনফো নামে একটি ওয়েবসাইট। কীভাবে এই ফিচারটি কাজ করবে, তারও একটি ধারণা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে।
ওয়াবেটে ইনফো জানায়, ফিচারটি এনাবেল করলেই তা ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চালু হবে। ডিসঅ্যাপারিং ম্যাসেজ ফিচার এনাবেল করার পর থেকে নতুন যে মেসেজগুলো আসবে, তা সাতদিন পর থেকে আপনা আপনিই ডিলিট হয়ে যাবে। কিন্তু সাত দিনের কম বা বেশি, কোনও সময়সীমা নিজে সেট করতে পারবেন না ব্যবহারকারীরা। সাতদিন পর্যন্ত যদি হোয়াটসঅ্যাপ কেউ না খোলেন, সেক্ষেত্রেও মেসেজ ডিলিট হয়ে যাবে। তবে নোটিফিকেশন প্যানেলে সেই সমস্ত মেসেজের প্রিভিউগুলো থেকে যাবে। একই ভাবে যে মেসেজগুলি ডিলিট হবে, সেগুলি যদি ডিলিট হওয়ার আগে কোট করে কাউকে উত্তর দেওয়া হয়, তাহলেও যে অংশটুকু কোট করা হয়েছে, তা থাকবে। আবার কাউকে কোনও মেসেজ ফরওয়ার্ড করলেও যার মোবাইলে তা ফরওয়ার্ড করা হয়েছে, সেই চ্যাটে তা থেকে যাবে। তবে সেই ব্যক্তির ডিসঅ্যাপারিং ম্যাসেজ ফিচারটি অফ থাকতে হবে। তবে কোনও মেসেজ ডিলিট হয়ে যাওয়ার আগে চাইলে তার ব্যাক আপ রেখে দেওয়া যাবে। তবে ব্যাক আপ রিস্টোর করলে সেই মেসেজগুলোও ডিলিট হয়ে যাবে। একই স্ক্রিনশট বা কপি, সেভ করেও প্রয়োজনীয় মেসেজ রেখে দিতে পারেন সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী।
একই ভাবে হোয়াটসঅ্যাপে আসা যে ছবি বা ভিডিও-গুলি ডিলিট হয়ে যাবে, চাইলে ক্যামেরা রোল-এও ব্যাক আপ হিসেবে রেখে দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। রিপোর্ট অনুযায়ী, আইওএস, অ্যানড্রয়েড, কাইওএস এবং ওয়েব/ডেস্কটপ-এ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ডিসঅ্যাপারিং ম্যাসেজ ফিচারের সুবিধা পাবেন।