বিজ্ঞানভিত্তিক সংগঠন হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের উদ্যোগে চট্টগ্রামের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং স্কুলের যাত্রা শুরু হয়েছে। বেসিক প্রোগ্রামিং, সি, সি প্লাস প্লাস এবং জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, বিভিন্ন প্রবলেম সলভিংয়ের উপরে ছয়মাসব্যাপী প্রশিক্ষণ দিবেন হোয়াইটবোর্ডের প্রশিক্ষক এবং দেশসেরা প্রোগ্রামারগণ। জামালখানস্থ ক্লাবটির কার্যালয়ে গতকাল এই প্রোগ্রামিং স্কুলের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। প্রথমদিনে প্রোগ্রামিংয়ের পরিচিতি এবং গুরুত্ব নিয়ে ক্লাস নেন চুয়েটের ইইই বিভাগের ছাত্র মিসবাহুস সালেহীন। তার সাথে সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন চুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আদিল রায়হান এবং আদনান জায়েদ। এর আগে প্রোগ্রামিং স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের কোঅর্ডিনেটর সাইদ খান সাগর। তিনি দেশ-বিদেশের বিভিন্ন হ্যাকাথন, প্রবলেম সলভিং প্রতিযোগিতাসমূহের সাথে পরিচিত হওয়ার জন্য প্রোগ্রামিং নির্ভর কমিউনিটি গড়ে তুলতে চট্টগ্রামের শিক্ষার্থীদের আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রিনভী নুসরাত প্রাপ্তি, সাংগঠনিক সম্পাদক আলী আওসাফ, যুগ্ম সম্পাদক গোলাম সরওয়ার, কার্যনির্বাহী সদস্য কাজী রাকিব, সাইফুল্লাহ নাদিম, ইসলাম জিশাদ প্রমুখ। উক্ত প্রোগ্রামিং স্কুলে অংশগ্রহণ করছেন নগরীর ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০জন শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।